ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ১৬:২৪
শেয়ার :
ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

‎ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একাধিক ব্যক্তির সঙ্গে বসে তিনি ইয়াবা সেবন করছেন।

‎গত রবিবার ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎এ বিষয়ে ফুলসুতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। একজন ইউপি সদস্যের ইয়াবা সেবন আসলেই লজ্জাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে ইউপি সদস্য হরিদাস বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

‎আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘ভিডিওটি দেখেছি। প্রাথমিকভাবে ওই ইউপি সদস্যকে শোকজ করা হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’