পরীর ‘বডির’ মডেল হলেন পুণ্য

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৬:১৮
শেয়ার :
পরীর ‘বডির’ মডেল হলেন পুণ্য
ছবি : সংগৃহীত।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। যার ভক্ত সংখ্যাও কম না। শুধু ফেসবুকেই ১৬ মিলিয়ন অনুসারী তাকে ফলো করেন। অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও সম্পর্ক রয়েছে তার। ‘বডি’ নামের একটি ফ্যাশন হাউজ খুলে বসেছেন তিনি।

এবার সেই হাউজের পোশাকের মডেল হলেন একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তাকে সবাই পুণ্য নামেই জানে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন তিনি। বলা চলে, প্রশংসায় ভাসছে পুণ্য।

ছবির ক্যাপশনে লেখা, পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে। জানা যায়, এখন থেকে নিয়মিত ‘বডি’র পোশাকে দেখা যাবে পুণ্যকে।

প্রসঙ্গত, পরীর পরবর্তী সিনেমা ‘গোলাপ’। খুব শিগগির সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপও করেছেন। ‘গোলাপ’-এ তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।