রাজনৈতিক ভবিষ্যতের অনিশ্চয়তা, সাইন নদীর তীরে একাকী ম্যাক্রোঁ
সাইন নদীর তীরে কালো ওভারকোট পরা ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ছবি: সংগৃহীত
হঠাৎ সাইন নদীর তীরে একাকী দেখা মিলেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। অনেকেই বলছেন- ধীরে ধীরে রাজনৈতিক ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ ক্ষয় হওয়া এ নেতা নিজেকে প্রশান্তি দিতে এবং শান্তির খোঁজে ঠান্ডা শরৎ সকালে এ ভ্রমণে যান।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্য ফরাসি টিভিতেও সম্প্রচারিত হয়েছে। যেখানে কালো ওভারকোট পরা ম্যাক্রোঁকে দেখা গিয়েছে। তিনি একটি লোহার গেটে দিয়ে পাথরে বাধাই করা নদীর তীরে বেরিয়েছেন, যেখানে তার নিরাপত্তা প্রহরীরা দূরে দূরে অবস্থান করছিল।
যা ১৯৬০-এর দশকে পদত্যাগের পর চার্লস দে গলের আইরিশ সমতল ভূমিতে একাকী শান্তি খোঁজার স্মৃতি মনে করিয়ে দেয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ম্যাক্রোঁ ২০২৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু দুই বছরের মধ্যে তার পঞ্চম প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনুর পদত্যাগের পর সম্ভাবনা বেড়েছে যে একসময়ের ফরাসি রাজনীতির সোনালী ছেলে তার শেষ মেয়াদ পর্যন্ত নাও থাকতে পারেন।
ম্যাক্রোঁ সোমবার শেষ প্রচেষ্টা হিসেবে লেকরনুকে বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য দুই দিন সময় দেন, যাতে রাজনৈতিক জটিলতা কাটিয়ে বের হওয়ার পথ বের করা যায়।
লেকরনুকে এই শেষ সুযোগ দেওয়ার মাধ্যমে, ম্যাক্রোঁ অন্যান্য বিকল্পগুলোর প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছেন- নতুন পার্লামেন্টারি নির্বাচন, যা ক্ষমতা চরম ডানপন্থীদের হাতে তুলে দিতে পারে, অথবা নিজের পদত্যাগ, যা তিনি বহুবার অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ফলে জনপ্রিয়তা কমা ম্যাক্রোঁ দেশের অভ্যন্তরে ক্রমশ একাকী হয়ে উঠেছেন। তার প্রাক্তন সহযোগীরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন।
জরিপ অনুযায়ী, প্রায় অর্ধেক ফরাসি মানুষ বর্তমান সংকটের জন্য ম্যাক্রোঁকে দোষী মনে করেন এবং ৫১% মানুষ মনে করেন যে তার পদত্যাগ এই নীরবতা ভাঙতে পারে।