নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া রাস্তার চকবদন এলাকায় এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, সেনন নগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে নিতাই রবিদাসকে মঙ্গলবার সকালে উপজেলার চকবদন এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। তাৎক্ষনিকভাবে থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর জানান, উদ্ধারকৃত যুবকের মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়রা নিতাই রবিদাসকে গতকাল সোমবার ফতেপুর বাজার এলাকায় চা খেতে দেখেছেন বলে জানান। তবে এটি হত্যা নাকি একটি দুর্ঘটনায় মৃত্যু, সেটি এখন জনমনে প্রশ্ন। অপেক্ষা ময়নাতদন্ত রিপোর্টের।