আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

সিলেট ব্যুরো
০৭ অক্টোবর ২০২৫, ১০:৩২
শেয়ার :
আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের রেল যোগাযোগ

প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটে রেল যোগাযোগ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকে রেল চলাচল।

এরপর সকাল ১০টার দিকে লাইনচ্যুত কামরা সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়। এসময় সিলেট স্টেশনে আটকে পড়া কালনি এক্সপ্রেস ট্রেন প্রায় ৪ ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেসের অন্তত ৪টি বগি লাইনচ্যুত হয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজারে এ রেল দুর্ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ১৫ যাত্রী। বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিনসহ অন্তত ৪টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কামরা উল্টে যায়। এসময় যাত্রীদের মধ্যে চরম আতংক দেখা দেয়। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করা হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম. জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়।

তিনি জানান, দ্রুত পদক্ষেপ নিয়ে একটি লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কালনি এক্সপ্রেস। 

প্রসঙ্গত, রেললাইনের দুরাবস্থার কারণে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম সিলেট রুটে প্রায়ই ঘটছে ছোট বড় রেল দুর্ঘটনা।