গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী /

মিশরে ইসরায়েল-হামাস আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ০৮:০৭
শেয়ার :
মিশরে ইসরায়েল-হামাস আলোচনা শুরু

গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে, সোমবার মিশরের এক সমুদ্র রিসোর্টে যুক্তরাষ্ট্র প্রণীত শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

ঘণ্টাব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হয় এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ (যা ইসরায়েলের প্রধান দাবি) এবং যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা নিয়ে। 

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গাজা সংক্রান্ত একটি সমঝোতা হলে তা মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়ার পথ খুলে দিতে পারে, যা পুরো অঞ্চলের চিত্র পাল্টে দিতে সক্ষম।

তবে ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।

আলোচনার সঙ্গে যুক্ত এক মিশরীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লোহিত সাগর তীরবর্তী শারম এল-শেখে সোমবারের বৈঠক শেষ হয়েছে এবং আলোচনা পুনরায় শুরু হবে মঙ্গলবার বিকেলে। 

ওই কর্মকর্তা বলেন, ‘আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো প্রথম ধাপের বেশিরভাগ শর্তে একমত হয়েছে-যার মধ্যে রয়েছে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠা।

এপি নিউজ সূত্রে, ইসরায়েলি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন প্রধান আলোচক রন ডারমার, আর হামাসের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন খালিল আল-হাইয়া। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, দেশটির পররাষ্ট্র নীতি উপদেষ্টা ওফির ফাল্কও আলোচনায় উপস্থিত থাকবেন।