আত্মবিশ্বাসী ট্রাম্প /
নেতানিয়াহুকে তিরস্কারের অভিযোগ অস্বীকার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘এতটা নেতিবাচক হওয়া বন্ধ করো’ এবং ‘এই জয়টা গ্রহণ করো’। গাজা যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের কিছু অংশ যখন হামাস মেনে নিয়েছে ঠিক তখন তিনি এমন কথা বলেছেন বলে দাবি করেছে গণমাধ্যম। তবে প্রকাশিত এ বক্তব্য অস্বীকার করেছেন ট্রাম্প।
তিনি সাংবাদিকদের বলেন, ‘না, এটা সত্য নয়। তিনি (নেতানিয়াহু) এই চুক্তি নিয়ে খুবই ইতিবাচক ছিলেন।’
যদিও ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা এড়িয়ে চলেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগতভাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি হতাশ। গত সপ্তাহে এক উত্তপ্ত ফোনালাপেও ট্রাম্প ক্ষুব্ধ হন বলে জানা গেছে। ওই কলের সময় নেতানিয়াহু বলেছিলেন, ‘হামাসের দ্ব্যর্থক প্রতিক্রিয়া ‘উদযাপনের কিছু নেই,’- এ কথা শুনে ট্রাম্প নাকি বিরক্ত হন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সোমবার মিশরে শুরু হওয়া নতুন পর্যায়ের আলোচনায় হামাসের প্রতি যুক্তরাষ্ট্রের কোনো রেড লাইন বা সীমারেখা আছে কি না- এমন প্রশ্নে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, কিছু শর্ত পূরণ না হলে আমরা (চুক্তি) করব না।’
এদিকে, যুদ্ধের অবসানে মিশরের শহর শারম এল-শেখে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।
ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, আলোচনাগুলো মূলত এমন একটি বাস্তব পরিস্থিতি তৈরির ওপর কেন্দ্রিত, যাতে সম্ভাব্য বন্দি বিনিময় সম্ভব হয়-যেখানে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের কিছু অংশে সম্মত হয়েছে, তবে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত-যেমন নিরস্ত্রীকরণ ও গাজায় তাদের ভবিষ্যৎ ভূমিকা-সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অপরদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী আশা করছেন- আগামী কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন।