খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনায় ইমরান মুন্সী (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট মোড়ে এই হত্যার ঘটনা ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমরান মুন্সী মাদারীপুর জেলা মুন্সিবাড়ীর বাবুল মুন্সীর ছেলে। বর্তমানে তিনি নগরীর মুন্সিপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকতেন। এ ছাড়া তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। পাশাপাশি ইমরান ইট বালুর ব্যবসা করতেন বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে। পরে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তারা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ‘নিহত ইমরান সন্তাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’
খুলনা মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।