চাঁদপুরে ইলিশ ধরায় ১১ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৯
শেয়ার :
চাঁদপুরে ইলিশ ধরায় ১১ জেলে গ্রেপ্তার

চাঁদপুরে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পদ্মা মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্সের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে।

এ সময় ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ২৭ লাখ ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ২৪১ কেজি ইলিশ মাছ এবং ৬টি মাছ ধরার নৌকা। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক ৫টি মামলা করা হয়েছে।

অভিযান শেষে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ-পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য মা ইলিশ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।’

জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।