বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
পটুয়াখালীর বাউফল উপজেলার লামিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার দুপুরে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে নরমাল ডেলিভারি হয় ওই গৃহবধূর।
পাঁচ সন্তানের মধ্যে তিন জন ছেলে ও দুই জন মেয়ে। তারাই ওই গৃহবধূর প্রথম সন্তান। লামিয়া উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সোহেলের সঙ্গে একই উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে লামিয়ার বিয়ে হয়। সোমবার সকালে লামিয়ার ব্যথা শুরু হলে তাকে বরিশাল ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়।
লামিয়ার স্বামী সোহলে জানান, তার পাঁচ সন্তান সুস্থ্য আছে। সকলের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।