আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে: সিইসি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার বিকেল পৌনে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সবাই মিলে এই নির্বাচন করতে হবে। ইলেকশন কমিশনের (নির্বাচন কমিশনের) পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।’
তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) ওপিনিয়ন মেকিংয়ের (মতামত দেওয়ার) কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা ফ্রি, ফেয়ার (অবাধ, সুষ্ঠু) হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।’
সিইসি বলেন, ‘একটা ক্রিটিক্যাল সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং নির্বাচনি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা করছি। এটা এতদিন আইনে ছিল, কিন্তু বাস্তবে ছিল না। এটা করা কঠিন ছিল। অনলাইনে আমরা রেজিস্ট্রেশন করাব। তারপর ভোট হবে পোস্টালে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নির্বাচন কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের সহযোদ্ধা। আপনারা আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। আপনারা ওপিনিয়ন মোবিলাইজ (মতামত ছড়িয়ে দেবেন) করবেন। ভালো নির্বাচনে এগুলো আমাদের সহায়তা করবে। আমরা চাই, একদম ফেস্টিভ মুডে (উৎসবমুখর পরিবেশ) নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সেজন্য আপনারা আমাদের হেল্প (সহযোগিতা) করবেন।’
সিইসি বলেন, ‘আজই আলোচনা শেষ না। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আমাদের জানাবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।’
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।