ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৬:১৬
শেয়ার :
ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, কোতয়ালী থানার ফতেপুর গ্রামের একটি শিশুকন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলা করছিল, আসামি শমসের তাকে পাশের ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে আসামি পালিয়ে যান।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’