এসএমই খাতে রেমিটেন্স প্রেরণ সহজ করলো বাংলাদেশ ব্যাংক
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে বছরে সর্বোচ্চ ৩ হাজার ইউএস ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা চলতি ব্যয় নির্বাহের জন্য বিদেশে প্রেরণের অনুমতি দিয়েছে।
গতকাল রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত হতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোকে ‘এসএমই কার্ড’ নামে রিফিলযোগ্য আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে, যা এসএমই প্রতিষ্ঠানের মনোনীত একজন কর্মকর্তার নামে ইস্যু করা যাবে। এই কার্ডে প্রাথমিকভাবে ৬০০ ইউএস ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে, যা দ্বারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইন ব্যবস্থায় চলতি প্রকৃতির খরচ নির্বাহ করতে পারবে। তবে ব্যাংকিং এবং কার্ড চ্যানেলের মাধ্যমে মোট বার্ষিক সীমা একত্রে ৩ হাজার ইউএস ডলারের বেশি হতে পারবে না।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এতে এসএমই রেমিটেন্স প্রেরণকারী সহজে ও ঝামেলামুক্তভাবে লেনদেন করতে পারবে।