‘তুমি এত আক্রমণাত্মক কেন’
শোবিজের তারকারা এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর। কাজের পাশাপাশি তারা ব্যক্তিজীবনের নানা কিছুই শেয়ার করেন এই মাধ্যমে। কিন্তু অনেক সময় এই প্ল্যাটফর্মই তাদের জন্য হয়ে দাঁড়ায় হেনস্তা ও কটূক্তির মঞ্চ। এই তো ক’দিন আগে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্ট ঘিরে সাইবার বুলিং শুরু হলে একে একে প্রতিক্রিয়া জানাতে থাকেন শোবিজের তারকারা।
এই ইস্যুতে এবার খোলামেলা বক্তব্য দিলেন অভিনেত্রী সাফা কবিরও। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো? তুমি এত নেতিবাচক কেন হচ্ছো? কখনও কি নিজেকে প্রশ্ন করো ঘুমাতে যাওয়ার আগে “আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কী আনন্দ পাচ্ছি?” যদি এসব প্রশ্নের উত্তর নিজের কাছে না পাও, তবে আজ থেকেই ভাবা শুরু করো।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে তুমি কখনও একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়ে সাফা লিখেছেন, ‘সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’