আগে বুঝিনি, এখন বুঝি: চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ। ছোট্ট শুদ্ধ এখন ১৬ বছরের তরুণ। আর এবারই প্রথম বাবা-মাকে ছেড়ে তার বিদেশ সফর। গতকাল রোববার ১০ দিনের শিক্ষাসফর শেষ করে দেশে ফিরেছে সে। তথ্যটি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী নিজেই।
আজ সোমবার এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এই অভিনেতা লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গেছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা-মাকে ছেড়ে একা একা বিদেশ বিভুঁইয়ে কাটিয়ে আসা দশটা দিন আমাদের কাছে দশ বছরের মত লাগছিল! গতকাল (রোববার) সে ফিরেছে… বাবা-মায়ের বুকে পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যতের মঙ্গলের জন্য ছেড়ে দেয়াটাই চিরন্তন… সেটা কখনো ঘরের বাইরে, কখনো দেশের বাইরে!’
এরপর চঞ্চল লিখেছেন, ‘বুকে কষ্টের পাথর চেপে, বাবা-মা সব সময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে! যেমন এখনো আমার মা অপেক্ষা করে, কবে তার কোলে ফিরে যাবো! দম বন্ধ করা ঢাকা শহরে সে থাকতে চায় না, জোর করে মাঝে মধ্যে কাছে এনে রাখি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সবশেষে এই অভিনেতা লিখেছেন, ‘শুদ্ধ দেশের বাইরে থাকা অবস্থায় একদিন মাকে বললাম… শুদ্ধর জন্য খারাপ লাগে, চিন্তা হয়… ও তো কখনো আমাদের ছেড়ে থাকেনি! ঠিক মত আমাদের কাছে যেন ফিরে আসে, তুমি আশীর্বাদ করো। মায়ের উত্তর “এখন কেমন লাগে বাবা? তোমাদের ছেড়ে থাকতে আমার কেমন লাগে, তোমার বাবার কেমন লাগতো?” বাবা ৩ বছর হয়ে গেল আমাদের মাঝে নেই… আসলেই তো! বাবার কেমন লাগতো, আগে বোধ হয় ঠিকমত বুঝিনি, এখন বুঝি!’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট