জয়ার ওপর খেপলেন বিজেপির নেতাকর্মীরা

বিনোদন প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৫, ১২:৩১
শেয়ার :
জয়ার ওপর খেপলেন বিজেপির নেতাকর্মীরা

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতাতেও তিনি সমান জনপ্রিয়। কাজ করছেন দুই বাংলাতেই। এপার বাংলার মতো ওপার বাংলাতেও জয়ার ভক্ত সংখ্যা নেহাত কম না। আর সে কারণেই ওপার বাংলার বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় জয়াকে। এই তো ক’দিন আগেই দুর্গাপূজা উপলক্ষে বেশ ক’দিন পশ্চিমবঙ্গে ছিলেন এই অভিনেত্রী।

তবে এবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরের দুর্গাপূজার কার্নিভালে জয়া আহসানের উপস্থিতি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারতে ক্ষমতাসীন দল বিজেপি।

গেল শনিবার দুর্গাপুর রাজ্যজুড়ে কার্নিভালের আয়োজন করে রাজ্য সরকার। আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া আহসান। অনুষ্ঠানের মঞ্চে তিনি দর্শকদের জন্য রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এরপরেই দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে বলা হয়, মঞ্চে জয়া আহসান কেন? বাংলাদেশিকে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করার অভিযোগ তোলে তারা।

এদিকে, দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে এবং এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি’র নেতাকর্মীরা। দুর্গাপুর প্রশাসনিক ভবনের সামনে জয়া আহসানের নামে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। এছাড়া জয়ার ছবিতে কালি লাগিয়ে আগুন জ্বালানো হয়। দেখানো হয় কালো পতাকা।

দুর্গাপুরের বিজেপির জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জী বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিককে রাজ্য সরকার পূজা কার্নিভালের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। মহকুমা শাসক যে কাজ করেছেন তাতে আমরা মহকুমা শাসকের পদত্যাগের দাবি জানাচ্ছি। একজন বিতর্কিত শিল্পী জয়া আহসানকে নিয়ে এসে তারা দুর্গাপুরকে শান্ত থাকতে দিতে চান না। তারা অশান্ত দুর্গাপুর দেখতে চান। রাজ্যের নিজস্ব শিল্পী-সংস্কৃতি উপেক্ষা করে বিদেশ থেকে তারকা এনে গ্লামার দেখানোর মানে বাংলার শিল্পীদের অপমান।’