ট্রাম্পের প্রস্তাবে হামাস রাজি হওয়ায় যা বলল হিজবুল্লাহ
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে সমর্থন জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। তাদের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হামাসের এই অবস্থান অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ফসল। একদিকে এটি গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা বন্ধে আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন, অন্যদিকে ফিলিস্তিন ইস্যুর মূল নীতিমালা ও ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার থেকে সরে না আসার দৃঢ় প্রতিশ্রুতির বহির্প্রকাশ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হিজবুল্লাহ আরও জানিয়েছে, হামাসসহ সব প্রতিরোধ সংগঠনের এই অবস্থান ফিলিস্তিনের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা অভ্যন্তরীণ ঐকমত্যই ভবিষ্যতের যেকোনো আলোচনার কাঠামো হওয়া উচিত — এটি এমন আলোচনা যার লক্ষ্য হবে দখলদার বাহিনীর গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, গাজার জনগণকে উৎখাতের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করা এবং রাজনৈতিক, নিরাপত্তা ও জীবনধারার দিক থেকে ফিলিস্তিনিদের নিজেদের সামর্থ্যে নিজেদের অঞ্চল পরিচালনার সুযোগ সৃষ্টি করা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস