দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩১
শেয়ার :
দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। 

গতকাল রোববার সাক্ষাৎকারের বিষয়টি তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিষ্ঠানটি জানায়, দুই পর্বের এই সাক্ষাৎকারটি আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার প্রচার করা হবে।

দুই দিনই সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।