২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৩
শেয়ার :
২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি আজ সোমবার বাংলাদেশে আসছেন। তিনি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নেতৃত্ব দেবেন।

আগামীকাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফওসি হয়েছিল ২০১৯ সালে।

এফওসিতে অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একিনচির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

উভয় দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জোর দেবে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। বৈঠকে এ বিষয়ের সঙ্গে জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।