‘সময় নষ্টের সুযোগ নেই’ /

গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৫, ০৭:১৮
শেয়ার :
গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

হামাস এবং আরব, মুসলিম দেশগুলির মধ্যে আলোচনা খুব ইতিবাচক বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা কাজ করছে বলে মনে হচ্ছে।’

বিবিসির প্রতিবেদন সূত্রে, ট্রাম্প গাজা যুদ্ধের অবসানে সংশ্লিষ্ট সবাইকে ‘দ্রুত পদক্ষেপ নিতে’ আহ্বান জানিয়েছেন। সোমবার মিসরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকটি আসছে এমন এক সময়, যখন হামাস যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ-যেমন জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব মেনে নিয়েছে। তবে অন্যান্য কয়েকটি বিষয়ে তারা আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে।

হামাসের জবাবে সংগঠনের নিরস্ত্রীকরণ এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে কোনো ভূমিকা না রাখার মূল দাবিগুলোর উল্লেখ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আলোচনাগুলো খুবই সফল হয়েছে।’

তিনি বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে প্রথম ধাপটি এই সপ্তাহেই সম্পন্ন হওয়া উচিত এবং আমি সবাইকে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

ট্রাম্প আরও সতর্ক করেন, ‘সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে ভয়াবহ রক্তপাত ঘটবে।’

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘খুব শিগগিরই জিম্মিদের মুক্তি শুরু হবে।’

তার শান্তি পরিকল্পনায় নমনীয়তা থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো নমনীয়তার দরকার নেই, কারণ প্রায় সবাই এতে একমত হয়েছে, তবে কিছু পরিবর্তন সবসময়ই হয়।’

তিনি আরও যোগ করেন, ‘এটি ইসরায়েলের জন্য দারুণ একটি চুক্তি, আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং পুরো বিশ্বের জন্যও-তাই আমরা এতে খুবই সন্তুষ্ট।’

এদিকে, হামাসের পক্ষ থেকে প্রস্তাবের জবাব দেওয়ার পরও শুক্রবার ট্রাম্পের ‘অবিলম্বে বোমা হামলা বন্ধ করার’ আহ্বানের পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে।

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি সরকারি মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, ‘গাজা উপত্যকার ভেতরে কিছু এলাকায় বোমা হামলা বন্ধ হয়েছে, তবে এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।’