সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ২২:২৬
শেয়ার :
সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

আজ রবিবার আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মাজহারুল ইসলাম বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের হার্টে দুটি রিং পরানো হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার স্ত্রী দেশের বাইরে ছিলেন, এখন দেশে ফিরছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

১৯৫১ সালে সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম হয় সিলেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। পরে নিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০১৮ সালে অবসরে যান তিনি। এরপর ইউল্যাবে যোগদান করেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।