মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ২১:১৪
শেয়ার :
মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসাছাত্রকে ( ৮) বলাৎকারের অভিযোগে শিক্ষক ইসমাইল হোসেনকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ রবিবার দুপুরে পুলিশ ওই শিক্ষকে গ্রেপ্তার করেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার শিক্ষক ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দস্তা গ্রামের মো. রফিক হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার মৌলভী শিক্ষক।

মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, ভিকটিম ওই মাদরাসায় হেফ্জ বিভাগের ছাত্র। গতকাল শনিবার দুপুরে ইসমাইল গোসলখানায় ভিকটিমকে ডাকেন। ভিকটিম সেখানে গেলে ওই শিক্ষক তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখান। পরে ভিকটিম বিষয়টি তার বাবাকে জানায়। ঘটনাটি প্রকাশ পেলে রবিবার দুপুরে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক শিশুকে নির্যাতনের কথা শিকার করেছেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।