এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। আমাদের সময়ের প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা
কুমিল্লার হোমনায় বজ্রপাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)।
এলাকাবাসী জানান, দুপুরে তিনজন ভবানীপুর খেয়াঘাটে খেয়া পার হওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানা মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ
ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে সদরের আড়মুখী ও শৈলকূপার শেখরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আড়মুখী গ্রামের বাসিন্দা শিমুল বিশ্বাস ও শৈলকূপা উপজেলার বাসিন্দা হুরমত শেখ।
স্থানীয়রা জানান, শিমুল বাড়ির পাশের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে কৃষক হুরমত বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনিও বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ
বিকেলে আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, বজ্রপাতে আহত ওয়াসিমকে মেডিকেলে নিয়ে আসার আগেই মারা যায়।
গাইবান্ধা
দুপুরে গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম
বিকেলে নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো, মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু মিয়া উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরদিকে সহিবর উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।
নওগাঁ
নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত তাহের উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানিয়েছে, আজ সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর এলাকায় মাঠে যান তাহের। এরপর তিনি মাঠে গরু ছেড়ে দিয়ে গরু চরাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে হটাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন কৃষক তাহের। সেখানে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।