শৈলকুপায় মদপানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৯
শেয়ার :
শৈলকুপায় মদপানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় মদপানে তুলি সরকার (২৫) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেলে তার মৃত্যু হয়।

তুলি ঢাকা মেডিকেলের ১ম বর্ষের ছাত্রী ও মানিকগঞ্জ সদরের অনিল সরকারের মেয়ে।

নিহতের কাকা গনেশ চন্দ্র সরকার জানান, প্রতি বছরের মতো শৈলকুপার ভান্ডারীপাড়ায় মামা বিজয় সরকারের বাড়িতে দুর্গাপূজায় বেড়াতে যান তুলি। গত শুক্রবার বিজায়া দশমীর (ওই এলাকায় দশমী একদিন পরে হয়) দিন অতিরিক্ত মদপানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল সন্ধ্যায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডেকেল কলেজে রেফার্ড করা হয়। এরপর রাত ৩টার দিকে তুলির মৃত্যু হয়।

শৈলকুপার পল্লী চিকিৎসক নিধির কুমার বিশ্বাস বলেন, ‘আমাকে শনিবার সকালে খবর দিলে যেয়ে দেখি মেয়েটার অবস্থা খুবই খারাপ। তারপর কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পরামর্শ দেই। এরপর মেয়েটি মারা যায়।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত মদপানে তুলি নামে একটি মেয়ে মারা গেছে।’