গ্রেপ্তারের সময় পরিচয়পত্র থাকতে হবে পুলিশের

অনলাইন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৮:৪৫
শেয়ার :
গ্রেপ্তারের সময় পরিচয়পত্র থাকতে হবে পুলিশের

আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।

আজ রবিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফৌজদারি বিচার সংস্কারে চারটি বিষয় রাখা হয়েছে। সেগুলো নিচে দেওয়া হলো:

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে। 

May be a graphic of text that says 'অন্তর্বর্তীকালীন সরকার আইন মন্রণালয়ের সংস্কার কার্যক্রম-১ -১ গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট 3 পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারকৃতের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন 原4 Fane ដ្លំក្ মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই সাক্ষী 3 ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরি করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়'