দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ২০
ভারতের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। আজ রবিবার এক সংসদ সদস্যের বরাতে এই এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের রাজ্যসভার সদস্য হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘গত রাতে দার্জিলিং পাহাড়ে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।’ তিনি আরও বলেন, পাহাড়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভূমিধসের কারণে কয়েকটি মূল সড়কে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর মধ্যে আছে দার্জিলিং-শিলিগুড়ি ও দার্জিলিং-সিকিম সংযুক্তকারী সড়ক। দুর্গাপূজার ছুটিতে কলকাতা থেকে অনেক পর্যটক দার্জিলিং ভ্রমণে গেছেন। ধারণা করা হচ্ছে সড়ক ধসে যাওয়ায় তাদের অনেকেই আটকা পড়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাত থেকেই দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হয়। এতে ভূমিধস দেখা দেয় মিরিক ও সুখিয়ে পোখারী এলাকায়। আজ রবিবার এসব এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস