ইয়েমেনের হামলায় বন্ধ ইসরায়েলের বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৭:১৭
শেয়ার :
ইয়েমেনের হামলায় বন্ধ ইসরায়েলের বিমানবন্দর

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রভাবে বন্ধ হয়েছে ইসরায়েলের বড় বিমানবন্দর বেন গুরিয়ন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল। 

এদিকে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইসরাইলি বিমান বাহিনী (আইএএফ) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।  তবে সতর্কতামূলক কারণে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করা হয়। এবং সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরান সমর্থিত হুতিরা প্রায়ই ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই ইসরাইলি বাহিনী প্রতিহত করে। তবে কিন্তু গত মাসে, হুতিদের নিক্ষেপ করা একটি ড্রোন ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পর্যটন শহর ইলাতে আঘাত হানে এবং এতে ২২ জন আহত হয়।