গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

অনলাইন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

দেশে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে জাতিসংঘের একটি দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত—সে বিষয়েও আজ আলোচনা হয়েছে। আমরা মনে করি, বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অর্ডার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের আজকের সবচেয়ে বড় চাহিদা হলো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যা সম্ভব কেবল একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, সেটি কীভাবে সফলভাবে সম্পন্ন করা যায়—সেটিও বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল।’

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন এবং প্রত্যাবাসন ইস্যু বৈঠকের বড় অংশজুড়ে ছিল। রোহিঙ্গা প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়েন লুইস।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর প্রশংসা করে আমীর খসরু বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে গোয়েন লুইস সাহসী ভূমিকা পালন করেছেন। জাতিসংঘের চার্টার অনুযায়ী বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় তার অবদান আমরা স্বীকৃতি দিচ্ছি।’

গোয়েন লুইস বৈঠকে বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের আরও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্যরা।