লুকিয়ে রাখা ইয়াবা খুঁজে বের করল ডগ স্কোয়াড

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ১৫:৫০
শেয়ার :
লুকিয়ে রাখা ইয়াবা খুঁজে বের করল ডগ স্কোয়াড

‎কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় লুকিয়ে রাখা সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার ভোরের দিকে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।

আটক দম্পতি হলেন, একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটক রোহিঙ্গা দম্পতি টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত বাসিন্দা। তারা টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসত। আর আইয়ুব রাজমিস্ত্রী পেশায় থাকলেও স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য কারবারিদের পৌঁছে দিত।

কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবি ডগ স্কোয়াডের এক সদস্যসহ সন্দেহজনক ঘরটিতে অভিযান চালায়। এতে নেজামের ভাড়া বাসায় ডগ স্কোয়াড সদস্য তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।