সিঁধ কেটে একরাতে ৬ বাড়িতে চুরি!
বগুড়ার শেরপুরে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার গভীর রাতে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মোঃ মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, কুদ্দুস আলীর ছেলে মিজান, ছাতিয়ানী গ্রামের এশার মন্ডলের ছেলে আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি এবং আলহাজ্ব নসির উদ্দিনের জামাতা আল মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গভীর রাতে চোরদল সিঁধ কেটে ওই ছয়টি বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী এক পরিবারের সদস্য মো মুকুল বলেন, ‘রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরে সিঁধ কাটা, আমারসহ পরিবারের অনেকের মোবাইল নেই।’
তবে তিনি অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবক ঘোরাফেরা করছে। তারাই এ ধরনের কাজ করেছে বলে মনে হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল বলন, ‘এখন পর্যন্ত থানায় এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তারপরেও ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হবে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে।’