ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের দু’দিন পর ধানমন্ডির লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা (১৮) নামে এক কিশোরের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে তার ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
সে গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এসব তথ্য জানিয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘ভিকটিমের বাবা আব্দুল কুদ্দুস মোল্লা মাছের ব্যবসা করেন। ছেলে ওমর ফারুক তেমন কিছুই করত না। মাঝেমধ্যে সে বাবার ব্যবসার সঙ্গে ঠিক মতো সময়ও দিত না। এসব নিয়ে তার মা বকাঝকা দিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘গত শুক্রবার বিকেলে খাওয়া-দাওয়া শেষে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সে। তার পরিবার মনে করেছেন, হয়ত কোনো বন্ধুর বাসায় আছে। তাই তারা থানায় কোনো জিডি করেননি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে রোববার সকালে ধানমন্ডি লেকের ৫ নম্বর রোডের নাউড়ী হোটেল সংলগ্ন ব্রিজের পশ্চিম-উত্তর পাশে লেকে ভাসমান অবস্থায় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন।
ওসি বলেন, ‘মৃতের পকেটে থাকা মানিব্যাগ থেকে তার মায়ের মোবাইল নম্বর পেয়ে তার পরিবারকে সংবাদ দেওয়া হয়। তারা এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
পরিবারের ধারণা, হয়তো সে অসাবধানতা বসত পানিতে পড়ে মারা গেছে। সে সাঁতার জানত না।