ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৪:০২
শেয়ার :
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা জেলার ঈশ্বরদীতে বেনারসী পল্লীর পেছনে ধানক্ষেত থেকে সিরাজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে ঈশ্বরদী থানার পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, তিনি পৌর শহরের ফতেমোহম্মদপুর প্রামানিক পাড়া এলাকার কেটি আহম্মেদের ছেলে। 

এ ব্যাপারে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।