কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এনজিও কর্মী আহত
কেরানীগঞ্জের হাসনাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লোকমান হোসেন (৩৫) নামে একজন এনজিও কর্মী আহত হয়েছেন।
আজ রোববার সকালে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
জানা যায়, আহত লোকমান শ্যামপুর জুরাইন এলাকার মো. আলী হোসেনের ছেলে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আহতের বাবা হাসপাতালে জানিয়েছেন, তার ছেলে একটি এনজিও’তে চাকরি করেন। সে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে হাসনাবাদ এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালান। ছেলের ডান হাঁটুতে ছুরিকাঘাত করে আহত করে তার কাছে থেকে মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান তারা।
ছেলের আহত হওয়ার সংবাদ পেয়ে তার বাবা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আহত লোকমান ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।