কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এনজিও কর্মী আহত

ঢামেক প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ১৩:০১
শেয়ার :
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এনজিও কর্মী আহত

কেরানীগঞ্জের হাসনাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লোকমান হোসেন (৩৫) নামে একজন এনজিও কর্মী আহত হয়েছেন। 

আজ রোববার সকালে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। 

জানা যায়, আহত লোকমান শ্যামপুর জুরাইন এলাকার মো. আলী হোসেনের ছেলে। 

আহতের বাবা হাসপাতালে জানিয়েছেন, তার ছেলে একটি এনজিও’তে চাকরি করেন। সে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে হাসনাবাদ এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার সময় ৩/৪ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালান। ছেলের ডান হাঁটুতে ছুরিকাঘাত করে আহত করে তার কাছে থেকে মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যান তারা। 

ছেলের আহত হওয়ার সংবাদ পেয়ে তার বাবা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।

আহত লোকমান ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।