বগুড়ায় হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বগুড়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১১:০৪
শেয়ার :
বগুড়ায় হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বগুড়ার শিবগঞ্জে একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ রাজুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানোর পর স্থানীয় নারী-পুরুষ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং একপর্যায়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘পলাতক আসামি রেজ্জাকুল ইসলাম রাজুকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।