নাটোরে আইনজীবীর রহস্যজনক মৃত্যু
নিহত আইনজীবী ভাস্কর বাগচি। ছবি: সংগৃহীত
নাটোর জজ কোর্টের আইনজীবী ও আইকর উপদেষ্টা ভাস্কর বাগচির (৪৮) রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতিও ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লালবাজার এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লালবাজারে নিজ বাসার সিড়ির নিচে পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন সহকর্মী ও স্থানীয়রা।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।