টেইলর সুইফটের ‘ডিস ট্র্যাক’, ঘৃণাকারীর প্রতি প্রেমপত্র

বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩১
শেয়ার :
টেইলর সুইফটের ‘ডিস ট্র্যাক’, ঘৃণাকারীর প্রতি প্রেমপত্র

টেইলর সুইফটের নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে শুক্রবার। এরপর থেকেই ভক্তরা উন্মুখ হয়ে খুঁজছেন-এর কোন গান তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন।

তবে অ্যালবামের একটি বিশেষ গান, ‘অ্যাকচুয়ালি রোম্যান্টিক’, এখন আলোচনার কেন্দ্রে। গানটি এক অজ্ঞাত পপ তারকাকে ঘিরে লেখা। আর সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে-এটি নাকি চার্লি এক্সসিএক্সকে উদ্দেশ্য করে লেখা একটি ‘ডিস ট্র্যাক’।

অ্যালবামটির সঙ্গে প্রকাশিত একটি বিশেষ সিনেমা প্রদর্শনীতে সুইফট বলেন, ‘গানটি আসলে একজন এমন ব্যক্তির জন্য প্রেমপত্র, যে আপনাকে ঘৃণা করে।’

৩৫ বছর বয়সী এই পপ তারকা যদিও নাম উল্লেখ করেননি, তবে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘তারা আমার প্রতি যে মনোযোগ দিয়েছে, সেটি বেশ প্রশংসনীয়।’

‘অ্যাকচুয়ালি রোম্যান্টিক’ সুইফটের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘দা লাইফ অব আ শো গার্ল’-এর সপ্তম গান। এতে তিনি এমন এক গায়িকার কথা উল্লেখ করেছেন, যিনি সুইফটকে ‘বোরিং বার্বি’ বলে আখ্যা দেন এবং এমন গান লেখেন যেখানে তার প্রতি ঘৃণা প্রকাশ পায়।

ভক্তদের ধারণা, এটি চার্লি এক্সসিএক্স-এর ‘ব্র্যাট’ অ্যালবামের গান ‘সিমপ্যাথি ইজ আ নাইফ’-এর জবাব, যা নাকি সুইফটকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল।

উল্লেখ্য, ‘ডিস ট্র্যাক’ হলো এমন একটি গান যা মূলত কাউকে উদ্দেশ্য করে লেখা হয়, যেখানে গানের মাধ্যমে সেই ব্যক্তিকে সমালোচনা, ব্যঙ্গ বা আক্রমণ করা হয়।