বিবৃতিতে প্রধান উপদেষ্টা /

শহিদুল আলম ও গাজাবাসীর পাশে আছি

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
শহিদুল আলম ও গাজাবাসীর পাশে আছি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের পাশে আছি এবং গাজার পাশেও- আজ এবং চিরকাল থাকবো।

শনিবার রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা তার সরকারের মনোভাব তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গাজা অভিমুখে ঐতিহাসিক নৌ-অভিযানে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি- বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের। শহিদুল এই মিশনে অংশ নিয়েছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে- যা তিনি ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাভোগের সময় প্রদর্শন করেছিলেন। আজ তিনি বাংলাদেশের অবিনত চেতনার এক উজ্জ্বল প্রতীক।’ বিবৃতিতে আরও বলা হয়, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি ঘোষণা করেছিলাম- ‘মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতি ধ্বংস করছে, যা মানবজাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গড়ে তুলেছিল।’

বিবৃতিতে বলা হয়, এই বিপর্যয় আজ সবচেয়ে ভয়াবহরূপে দৃশ্যমান গাজায়। সেখানে শিশুরা অনাহারে মৃত্যুবরণ করছে। নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সম্পূর্ণ পাড়া-মহল্লা, এমনকি হাসপাতাল ও বিদ্যালয় পর্যন্ত মুছে ফেলা হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম গতকাল শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, কনশায়েন্স নৌযানে অবস্থান করছেন তিনি। কনশায়েন্স হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ।