বিনোদন দুনিয়ার বাদশাহ শাহরুখ খান

বিনোদন সময় প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
বিনোদন দুনিয়ার বাদশাহ শাহরুখ খান

৩৩ বছর ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘জওয়ান’, তার বলিউডের পথচলা নিজেই এক সিনেমার কাহিনি। বলিউডে পা দেওয়ার তিন দশক পর তার হাতে ধরা দিয়েছেন বহু আকাক্সক্ষার জাতীয় পুরস্কার, তবে এখানেই শেষ নয়। ‘বলিউড বাদশা’ শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। ভারতের বুকে নয়, এবার সারা বিশ্বে রাজ শাহরুখ খানের। আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করলেন তিনি। সদ্য প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, ৩৩ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করে তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৯০ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল আহমেদ

হলিউড তারকাদের ছাপিয়ে গেলেন শাহরুখ

সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খান পেছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ারজেনেগার ও জেরি সিনফেল্ড (প্রত্যেকে ১.২ বিলিয়ন ডলার) এবং সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)-এর মতো বিশ্ববিখ্যাত তারকাদের। হুরুন তালিকায় বলিউডের ধনীতম ব্যক্তিদের মধ্যে শাহরুখ খানের পরই আছেন জুহি চাওলা ও তার পরিবার (৭,৭৯০ কোটি), হৃতিক রোশন (২,১৬০ কোটি), করণ জোহর (১,৮৮০ কোটি) এবং অমিতাভ বচ্চন (১,৬৩০ কোটি)।

অভিনয়ের পাশাপাশি ব্যবসা থেকেও আয়

তবে শাহরুখ খানের আয় শুধু সিনেমা থেকে নয়। তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ভিএফএক্স স্টুডিও, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, আন্তর্জাতিক বিজ্ঞাপন চুক্তি ও দুবাইসহ বিদেশে একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শাহরুখের জনপ্রিয়তার পাশাপাশি তার সম্পত্তির পরিমাণও বেড়েই চলেছে।

১৭ বছর পর সঞ্চালনা

অভিনেতা হিসেবে যেমন পাকা, সঞ্চালনায়ও তার জুড়ি মেলা ভার। তিনি শাহরুখ খান। বলিউডের বহু অনুষ্ঠান প্রাণবন্ত হয়েছে তার সঞ্চালনায়। ফিল্মফেয়ার পুরস্কারও সে তালিকায় রয়েছে। তবে ২০০৮ সালের পর আর ফিল্মফেয়ারের সঞ্চালনায় পাওয়া যায়নি ‘কিং অব রোমান্স’কে। দীর্ঘ ১৭ বছর পর ফিরছেন ফিল্মফেয়ারের মঞ্চে। ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদে ইকেএ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার। বিশেষ এই আসরটির সঞ্চালনায় থাকছেন বাদশাহ। তার সঙ্গে থাকবেন মনীশ পাল ও করণ জোহর। বুধবার খবরটি প্রকাশ করেছে ফিল্মফেয়ার। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় লেখা হয়েছে, ‘নিজেদের সামলে নিন। কারণ শাহরুখ খান আসছেন এবারের ফিল্মফেয়ার সঞ্চালনায়। এর আগে ২০০৩, ২০০৪, ২০০৭ ও ২০০৮-এ ফিল্মফেয়ার পুরস্কার উপস্থাপনা করেছিলেন শাহরুখ। শেষবার তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

শাহরুখ খান, ভক্তদের জন্য এই নামটাই যথেষ্ট। রোমান্টিং কিং থেকে অ্যাকশন হিরো হিসেবে শাহরুখের জয়জয়কার। সিনেপ্রেমীদের হৃদয়ে রাজ করেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ফিল্মি ক্যারিয়ারের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সাল থেকে। সেই বছর মুক্তি পেয়েছিল শাহরুখ খান-দিব্যা ভারতী অভিনীত ‘দিওয়ানা’। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৩৩ বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান। ২০২৫-এ সুপারস্টার শাহরুখ পেলেন প্রথমবার জাতীয় পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক হিট ছবি সত্ত্বেও এতদিন পর কেন জাতীয় পুরস্কার এলো কিং খানের ঝুলিতে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। তবে শাহরুখের এই সাফল্যে খুশির আমেজ ভক্তমহলে।

নতুন সিনেমা কিং

‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে কিছুদিন আগে গুরুতর চোট পান শাহরুখ। তার পরই কাঁধে অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমার শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, মুম্বাইতে এক শাহরুখভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন।