এবার রেফারি তহুরা
গত ৬ সেপ্টেম্বর ফিটনেস টেস্টে অংশগ্রহণ করেননি দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। ওই টেস্টে সারাবান তহুরা পাস করে নারী ফিফা রেফারি হওয়ার পথে একধাপ এগিয়ে ছিলেন। গতকাল শনিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হওয়া ফিটনেস টেস্টে জয়া অংশগ্রহণ করলেও অনুত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশে নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারির কোটা একটি। সারাবান তহুরা ও সালমা আক্তার মনিই শুধু পাস করেছেন ফিটনেস টেস্টে। ফলে তারাই ২০২৬ সালের জন্য নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারি হচ্ছেন। শনিবার জয়া চাকমা ফিটনেসে উত্তীর্ণ হলে তহুরা ও জয়ার মধ্যে একজনকে বেছে নিতে হতো বাফুফের রেফারিজ কমিটিকে। জয়া পাস না করায় নারী কোটা নিয়ে ভাবতে হয়নি ফেডারেশনকে।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
বাফুফে গতকাল ফিফায় ২০২৬ সালের জন্য নির্বাচিত রেফারি-সহকারী রেফারিদের তালিকা প্রেরণ করবে। বাফুফের তালিকা যাচাই-বাছাই করে ফিফা আনুষ্ঠানিক অনুমোদন দেয়। সেই তালিকা অনুমোদনের পরই প্রদান করা হয় ফিফা ব্যাজ।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র