৩ দফা দাবি না মানলে সংগঠকদের হুশিয়ারি

ক্রীড়া প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৫, ০০:০০
শেয়ার :
৩ দফা দাবি না মানলে সংগঠকদের হুশিয়ারি

বিসিবির নির্বাচন কেন্দ্র করে তিন দফা দাবি জানিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করা সংগঠকরা, যা না মানলে বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে ঘটছে যাচ্ছেতাই ঘটনা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ক্রমেই ঘনীভূত হচ্ছে আরও নাটকীয়তার। তামিম ইকবালসহ হেভিওয়েট ১৭ প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যেই বিসিবির নির্বাচন কেন্দ্র করে তিন দফা দাবি জানিয়েছেন প্রার্থিতা প্রত্যাহর করা সংগঠকরা, যা না মানলে তারা বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছেন।

গতকাল শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এ সময় নিজেদের দাবি ও এর যৌক্তিকতা উত্থাপন করে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, ‘বিসিবি নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটকে বিতর্কিত করছে। ৬ অক্টোবর প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করলে ইতিহাস কলঙ্কিত হবে।’ চলমান এই সমস্যা সমাধানে তিন দফা দাবি জানান তারা। সংগঠকদের দাবিগুলো হচ্ছে- পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় পেছানো হোক। অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন এবং বর্তমান নির্বাচন কমিশন কিংবা নতুন গঠিত কমিশনের মাধ্যমে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিসিবির নির্বাচন ঘিরে সংগঠকদের অভিযোগ- জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ, আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবের কাউন্সিলরদের নির্বাচন বর্জন, বিসিবি সভাপতির ‘একক হস্তক্ষেপ’ কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ, ১৫ ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়া এবং জেলা-বিভাগীয় কাউন্সিলরদের ‘আটকে রাখা’।

এ ছাড়া ৫ অক্টোবরের মধ্যে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় বৃহত্তর অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি আসন্ন ঘরোয়া ক্রিকেটেও অংশ না নেওয়ার হুশিয়ারি দিয়েছেন সংগঠকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, নির্বাচনের আর ২ দিন বাকি। এমন সময়ে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফলে আগামীকাল নির্বাচন হচ্ছে।

সংকটের শুরু তৃতীয় বিভাগ বাছাই পর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টে স্থগিত হওয়ার পর। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে ছিলেন গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠকরাও।