নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নওগাঁ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ২১:৪০
শেয়ার :
নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নওগাঁয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলে নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ পেশায় একজন মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে হাঁসাইগাড়ী ও আশপাশের বিলে মাছ শিকার করে জীবিকা চালাতেন। প্রতিদিনের মতো আজও বিলে মাছ শিকারে যান। তবে সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। পরে বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তিনি মাছ শিকার বন্ধ করে সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাসাইগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জছিম উদ্দিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আমরা শোকাহত। পাশাপাশি নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।’

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একজন বজ্রপাতের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। নিহতের পরিবার মরদেহ বাড়ি নিয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর কারণে তার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।’