সুমুদ ফ্লোটিলার ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ২০:৪৩
শেয়ার :
সুমুদ ফ্লোটিলার ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের আরও ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে, এদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক।

দক্ষিণ ইসরায়েলের র‍্যামন বিমানবন্দর থেকে আজ বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই অধিকারকর্মীদের ইস্তাম্বুল পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার গাজায় পৌঁছানোর চেষ্টা করার সময় আটক চার ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজে ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।