আলোচনায় অভিনেত্রী, যার প্রাণের কোনো অস্তিত্ব নেই

বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৮
শেয়ার :
আলোচনায় অভিনেত্রী, যার প্রাণের কোনো অস্তিত্ব নেই

হলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এমন এক অভিনেত্রী, যার প্রাণের কোনো অস্তিত্বই নেই। নেদারল্যান্ডসের নির্মাতা এলিন ভ্যান ডের ভেলডেন তৈরি করেছেন এই অভিনেত্রীকে। নাম টিলি নরউড। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় (এআই) গড়ে ওঠা এই অভিনেত্রী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে হলিউডে, ক্ষোভ প্রকাশ করেছেন অস্কার মনোনীত অভিনেত্রী এমিলি ব্লান্টসহ অনেকেই।

এদিকে, নরউডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ভরা, আছে পুরোপুরি এআই-জেনারেটেড কমেডি স্কেচ। যেখানে তাকে বলা হয়েছে ‘পাশের বাড়ির মেয়ে’।

এক পোস্টে লিখেছেন, ‘আমি এআই হতে পারি, কিন্তু এ মুহূর্তে সত্যিকারের আবেগ অনুভব করছি। সামনে কী আসছে, তা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

কিন্তু বাস্তব হলিউড একে মোটেও সাদরে গ্রহণ করছে না। হলিউড সংগঠন স্যাগ-আফট্রা ও তারকা অভিনেত্রী এমিলি ব্লান্ট, নাতাশা লিয়ন, হুপ গোল্ডবার্গসহ অনেকই এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছেন।

স্যাগ-আফট্রা এক বিবৃতিতে জানিয়েছে, ‘নরউড কোনো অভিনেত্রী নয়, বরং এমন এক কম্পিউটার প্রোগ্রাম, যা অসংখ্য পেশাদার শিল্পীর কাজ দিয়ে প্রশিক্ষিত হয়েছে। তার কোনো জীবনের অভিজ্ঞতা নেই, কোনো প্রকৃত আবেগ নেই। দর্শকেরাও কৃত্রিম চরিত্রের কনটেন্টে তেমন আগ্রহী নয়।’

ভ্যান ডের ভেলডেন অবশ্য জানিয়েছেন, নরউডকে তিনি ‘পরবর্তী স্কারলেট জোহানসন’ বানাতে চান।

ইনস্টাগ্রামে নরউডের ফিডে দেখা যায় ভুয়া ফিল্ম টেস্টের ছবি, এমনকি বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র সোফায় বসা অবস্থায় তার এআই সম্পাদিত ছবি।

ভ্যান ডের ভেলডেনের দাবি, নরউড কোনো মানুষের বিকল্প নয়, এটি কেবল এক শিল্পকর্ম।

তিনি বলেন, ‘আমার কাছে নরউডকে তৈরি করা মানে যেন কোনো চরিত্র আঁকা, একটি ভূমিকা লেখা বা অভিনয় রূপ দেওয়া। এগুলোকে মানুষের সঙ্গে তুলনা না করে আলাদা ঘরানার শিল্প হিসেবে বিবেচনা করা উচিত।

এমিলি ব্লান্ট ভ্যারাইটির এক পডকাস্টে বলেছেন, ‘ওটা এআই? হায় ঈশ্বর, আমরা তো শেষ। খুব ভয়ের হলো ব্যাপারটা। এজেন্সিগুলোকে অনুরোধ করছি, দয়া করে মানুষকে বাদ দিয়েন না।’