ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন রাফী ও আলীমুজ্জামান

বিনোদন প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন রাফী ও আলীমুজ্জামান

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’র ঘোষণা করা হয়েছে। এ বছর এই পুরস্কার পাচ্ছেন নির্মাতা রায়হান রাফী ও চলচ্চিত্র সাংবাদিক আলীমুজ্জামান।

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অগ্রপথিক ফজলুল হক-এর প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করা হয় ২০০৪ সালে, প্রয়াত ফজলুল হকের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও দেশের প্রথম শিশুতোষ সিনেমা ‘প্রেসিডেন্ট’র নির্মাতা ছিলেন তিনি। তার স্মরণে প্রতিষ্ঠিত ফজলুল হক স্মৃতি কমিটি এই পুরস্কার প্রদান করে আসছে গত ২১ বছর ধরে।

পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা পত্র, ক্রেস্ট এবং অর্থমূল্য। এর আগে রাজ্জাক, হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, গিয়াস উদ্দিন সেলিম, রেজানুর রহমানসহ অনেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।