জুবিন গার্গকে বিষ পান করানো হতে পারে, ব্র্যান্ড সহকর্মীর দাবি
ভারতের খ্যাতিমান গায়ক জুবিন গার্গের মৃত্যু তদন্তে নতুন মোড় নিয়েছে। তার ব্যান্ডের সহকর্মী শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভাল আয়োজক শ্যামকানু মহান্ত তাকে বিষ প্রয়োগ করতে পারেন। আর ঘটনাটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা।
ভারতীয় নাগরিক সুরক্ষা সনদ এর অধীনে রেকর্ড হওয়া সাক্ষ্য অনুযায়ী গোস্বামী তদন্তকারীদের জানান, সিঙ্গাপুরে গার্গের মৃত্যুর আগে শর্মার আচরণ ছিল অত্যন্ত সন্দেহজনক। এফআইআরে আসামি হিসেবে নাম থাকা শর্মার বিরুদ্ধে হত্যা, খুনের চেষ্টাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা জামিন অযোগ্য।
গোস্বামী জানান, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে তারা একসঙ্গে অবস্থান করছিলেন এবং সেসময় শর্মার আচরণ অস্বাভাবিক মনে হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঘটনার দিন ইয়টে ভ্রমণের সময় শর্মা জোর করে নাবিকের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেন, যার ফলে ইয়ট সমুদ্রে বিপজ্জনকভাবে দুলতে থাকে এবং যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। তিনি আরও জানান, আসাম অ্যাসোসিয়েশন (সিঙ্গাপুর)-এর সদস্য ও প্রবাসী তন্ময় ফুকনকে শর্মা নির্দেশ দেন কোনো পানীয়ের ব্যবস্থা না করতে এবং শুধু তিনিই পানীয় সরবরাহ করবেন।
গোস্বামী তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, যখন গার্গ পানির মধ্যে শ্বাস নিতে হিমশিম খাচ্ছিলেন এবং প্রায় ডুবে যাচ্ছিলেন, তখন শোনা যায় শর্মা চিৎকার করে বলছেন, ‘যাব দে, যাব দে’ (যেতে দাও, যেতে দাও)। তিনি জোর দিয়ে বলেন, গার্গ একজন দক্ষ সাঁতারু ছিলেন এবং তাকে ও শর্মাকেও সাঁতার শিখিয়েছিলেন। তাই ডুবে গিয়ে তার মৃত্যু হওয়া সম্ভব নয়।
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর