বাগদান সারলেন বিজয়-রাশমিকা
অবশেষে অপেক্ষার অবসান। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরেছেন। আর শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গত শুক্রবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশমিকা ও বিজয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ভালোবাসা দিবসকে লক্ষ্য করে বিয়ের আয়োজন করছেন তারা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে বিজয়-রশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনে উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও বইছে শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন তারা।
অনেক দিন ধরেই বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী সিনেমা পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। এ নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। এবার বাগদানের খবর জানিয়ে দিল- ভক্তদের ধারণাই ঠিক ছিল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট