শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ছবিটি ভুয়া

অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬
শেয়ার :
শহিদুল আলম গাজায় পৌঁছেছেন দাবিতে ছবিটি ভুয়া

গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা শুরু করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা পেশাজীবীদের সঙ্গে একটি জাহাজে গাজার উদ্দেশে যাত্রা করেন। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে গাজায় তার পৌঁছানোর যে দাবি করা হচ্ছে, সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার টিম।

ছবিতে দেখা যায়, শহিদুল আলম ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের সামনে শিশুদের খাবার ও পানি বিতরণ করছেন। দাবি করা হয়, তিনি গাজায় পৌঁছে ত্রাণ বিতরণ করছেন। 

তবে অনুসন্ধানে জানা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং এটি বাস্তব কোনো ঘটনার প্রতিচ্ছবি নয়।

রিউমার টিম জানায়, শহিদুল আলম যাত্রাপথে থাকা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ‘কনশানস’ নামের জাহাজে রয়েছেন।

ছবি: সংগৃহীত

এছাড়া শহিদুল আলম নিজেও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে যাত্রাপথের বিভিন্ন মুহূর্ত নিয়মিতভাবে শেয়ার করছেন। তবে কোথাও তিনি গাজায় পৌঁছানোর কিংবা ত্রাণ বিতরণের কোনো তথ্য প্রকাশ করেননি।

রিউমার টিম আরও জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, খাগড়াছড়ির সাম্প্রতিক ইস্যু, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে বলে প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার।