পূজার শুভেচ্ছা জানিয়ে বিপাকে অভিনেতা, পাশে দাঁড়ালেন শিল্পীরা

বিনোদন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১১:৩৯
শেয়ার :
পূজার শুভেচ্ছা জানিয়ে বিপাকে অভিনেতা, পাশে দাঁড়ালেন শিল্পীরা

দুর্গাপূজার বিজয়ার শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন অভিনেতা ইয়াশ রোহান। তবে সমালোচনার পাশাপাশি অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন।

গেল বৃহস্পতিবার ইয়াশ রোহান নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আর কপালে তিলক দেওয়া। সঙ্গে জানিয়েছেন বিজয়ার শুভেচ্ছা।

পোস্টটি প্রকাশের পর কিছু ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করলেও, শিল্পীকে সমর্থন জানাতে এগিয়ে আসেন দেশের শোবিজ অঙ্গনের সহকর্মীরা ও সাধারণ দর্শকেরাও। তাদের বক্তব্য, ধর্মীয় কারণে কোনো শিল্পীকে আক্রমণ করা দুঃখজনক এবং অনভিপ্রেত।

একজন দর্শক মন্তব্য করেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে তা ভেবে কষ্ট লাগে। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবিকতার ভিত্তিতে বিচার করা উচিত।’

অন্য একজন লিখেছেন, ‘ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানি না। কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটকগুলো ভালোই লাগত।’

ইয়াশ রোহানও মন্তব্যে শান্তভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। জবাবে তিনি লিখেছেন, ‘দেখেন যেটা ভালো মনে করেন।’

এদিকে, অভিনেত্রীর মেহজাবীন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা বা ভুয়া প্রোফাইল থেকে স্ল্যাং ব্যবহার করা সাহসের পরিচয় নয়। বরং তা আপনার নীচ মানসিকতাকেই প্রকাশ করে। এত ঘৃণা নিয়ে মানুষ কীভাবে রাতের ঘুম হারাম করে না, সেটাই আশ্চর্য!’

অভিনেতা আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। তার পরিচয় ধর্ম বা অঞ্চল দিয়ে নয়, বরং তার শিল্পীসত্তা দিয়েই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার, দেশ সবার।’

এ ছাড়া অভিনেতা রওনক হাসান, সুনেরাহ বিনতে কামাল এবং নির্মাতা শিহাব শাহীনসহ অনেকেই ইয়াশের প্রতি সমর্থন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার সকাল পর্যন্ত ইয়াশের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ, মন্তব্য পড়েছে ২১ হাজার ৫ শত এবং পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৩ হাজার ১ শত।