বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৫, ২২:৪০
শেয়ার :
বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিহত সাংবাদিক হায়াত উদ্দিন। ছবি: সংগৃহীত

বাগেরহাটে হায়াত উদ্দিন (৪৫) নামে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাতের দিকে বাগেরহাট সদর উপজেলার উত্তর হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হায়াত উদ্দিন স্থানীয় ভোরের চেতনা পত্রিকায় কর্মরত ছিলেন।

জানা যায়, রাতের দিকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘হায়াত উদ্দিন নামে একজন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।’