খাগড়াছড়ির ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ২১:১৮
শেয়ার :
খাগড়াছড়ির ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে যা বলল ভারত

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে ভারতের ‘জড়িত’ থাকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে অক্ষম। নিয়মিতভাবে তাদের অন্যত্র দোষ চাপানোর অভ্যাস রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং জমি দখলের কর্মকাণ্ডের আত্মসমালোচনা এবং গুরুত্ব সহকারে তদন্ত করা ভালো হবে।’

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘জুম্ম ছাত্র–জনতা'। এই অবরোধ চলাকালে রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন মারা যান।

এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয়দের অনেকে আহত হয়েছেন। ভারতের বিরুদ্ধে চৌধুরীর অভিযোগ ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে ইতিমধ্যেই টানাপোড়েনের সম্পর্কের পটভূমিতে এসেছে।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানানো হয়। যেখানে তিনি বর্তমান সংকটের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত উভয়কেই দায়ী করেন।